মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ১০৬
রোযা অধ্যায়
সফরের অবস্থায় রোযা
১০৬. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করীম (ﷺ)এর সাথে এক সফরে ছিলাম। আমাদের মধ্যে কেউ কেউ রোযাদার ছিল, আর কেউ কেউ বে-রোযাদার। এ অবস্থায় এক প্রচন্ড গরমের দিনে আমরা এক মনযিলে অবতরণ করলাম। এ সময় রোযাদাররা (রোযায় কাতর হয়ে) পড়ে গেল আর বে-রোযাদাররা উঠে সবার জন্য তাবু তৈরী করল এবং বাহনের পশুদেরকে পানি পান করাল। এ অবস্থা দেখে রাসূলুল্লাহ (ﷺ) বললেন: আজ তো বে-রোযাদাররাই বেশী সওয়াব নিয়ে গেল। -বুখারী, মুসলিম
کتاب الصوم
عَنْ أَنَسٍ قَالَ : كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السَّفَرِ ، فَمِنَّا الصَّائِمُ وَمِنَّا الْمُفْطِرُ ، قَالَ : فَنَزَلْنَا مَنْزِلًا فِي يَوْمٍ حَارٍّ ، فَسَقَطَ الصُّوَّامُوْنَ ، وَقَامَ الْمُفْطِرُونَ ، فَضَرَبُوا الْأَبْنِيَةِ وَسَقَوْا الرِّكَابَ ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « ذَهَبَ الْمُفْطِرُونَ الْيَوْمَ بِالْأَجْرِ »
(رواه البخارى ومسلم)
tahqiqতাহকীক:তাহকীক চলমান