মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ১০৫
রোযা অধ্যায়
সফরের অবস্থায় রোযা
১০৫. হযরত আবু সাঈদ খুদরী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা ১৬ই রমযান রাসূলুল্লাহ (ﷺ)এর সাথে যুদ্ধে রওয়ানা হলাম। তখন আমাদের মধ্যে কেউ কেউ রোযাদার ছিল, আর কেউ কেউ রোযা ছেড়ে দিয়েছিল। কিন্তু রোযাদাররা বে- রোযাদারদের উপর এবং বে-রোযাদাররা রোযাদারদের উপর কোনরূপ আপত্তি করে নাই। (অর্থাৎ, প্রত্যেকেই অন্যের কর্মনীতিকে শরী‘আতসম্মত মনে করেছে।) -মুসলিম
کتاب الصوم
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ ، قَالَ : « غَزَوْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِسِتَّ عَشْرَةَ مَضَتْ مِنْ رَمَضَانَ ، فَمِنَّا مَنْ صَامَ وَمِنَّا مَنْ أَفْطَرَ ، فَلَمْ يَعِبِ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ ، وَلَا الْمُفْطِرُ عَلَى الصَّائِمِ »
(رواه مسلم)
tahqiqতাহকীক:তাহকীক চলমান