মা'আরিফুল হাদীস
রোযা অধ্যায়
হাদীস নং: ১০১
রোযা অধ্যায়
ইফতারের দু‘আ
১০১. হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন ইফতার করতেন, তখন বলতেন:
«ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ الله»
অর্থ: পিপাসা দূর হয়ে গেল, শিরা-উপশিরা যা শুকিয়ে গিয়েছিল তা সিক্ত হল, আর আল্লাহ্ চাইলে সওয়াব ও প্রতিদানও নির্ধারিত হয়ে গেল। আবু দাউদ
«ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ الله»
অর্থ: পিপাসা দূর হয়ে গেল, শিরা-উপশিরা যা শুকিয়ে গিয়েছিল তা সিক্ত হল, আর আল্লাহ্ চাইলে সওয়াব ও প্রতিদানও নির্ধারিত হয়ে গেল। আবু দাউদ
کتاب الصوم
عَنِ ابْنَ عُمَرَ قَالَ : كَانَ النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، إِذَا أَفْطَرَ قَالَ : « ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ ، وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ »
(رواه ابوداؤد)
(رواه ابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, পিপাসা ও শুষ্কতার যে কষ্ট আমরা কিছু সময় বরদাশত করলাম, ইফতার করা মাত্রই সেটা দূর হয়ে গেল। এখন না পিপাসা আছে, না শিরাগুলোতে শুষ্কতা আছে, আর আখেরাতের অনন্ত প্রতিদান ইনশাআল্লাহ্ নির্ধারিত হয়েই গিয়েছে। এটা আল্লাহর দরবারে হুযূর (ﷺ)-এর শুকরিয়াও, এবং অন্যদের জন্য শিক্ষাও যে, রোযাদারের বিশ্বাস ও অনুভূতি এমনই হওয়া চাই। উপরের দু'টি দু‘আর শব্দমালায় বুঝা যায় যে, হুযুর (ﷺ) ইফতারের পর এ বাক্যগুলো বলতেন।
কোন কোন বর্ণনায় রয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) ইফতারের সময় এ দু‘আও করতেন:
يَا وَاسِعَ الْمَغْفِرَةِ اغْفِرْ لِي
কোন কোন বর্ণনায় রয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) ইফতারের সময় এ দু‘আও করতেন:
يَا وَاسِعَ الْمَغْفِرَةِ اغْفِرْ لِي
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)