মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ১০২
রোযা অধ্যায়
রোযাদারকে ইফতার করানোর ফযীলত
১০২. হযরত যায়েদ ইবনে খালেদ রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন রোযাদারকে ইফতার করায় অথবা কোন মুজাহিদকে জেহাদের উপকরণ সরবরাহ করে, তার জন্য রোযাদার ও মুজাহিদের সমান সওয়াব রয়েছে। -বায়হাকী, শরহুস্ সুন্নাহ
کتاب الصوم
عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ فَطَّرَ صَائِمًا أَوْ جَهَّزَ غَازِيًا فَلَهُ مِثْلَ أَجْرِهِ "
(رواه البيهقى فى شعب الايمان ورواه محى السنة فى شرح السنة)

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহ্ তা'আলার অনুগ্রহমূলক নীতিগুলোর মধ্যে এটাও একটি নীতি যে, তিনি কোন নেক আমলের প্রতি উৎসাহ দানকারী অথবা এতে সাহায্যকারীকেও স্বয়ং আমলকারীর সমান সওয়াব দিয়ে থাকেন। বাস্তবতার জ্ঞান থেকে বঞ্চিত যেসব লোক আল্লাহ্ তা'আলার অপার অনুগ্রহের সাথে পরিচিত নয়, তাদের মনেই কেবল এসব সুসংবাদের ব্যাপারে সন্দেহ-সংশয় সৃষ্টি হয়ে থাকে।
اللهم انت كما اثنيت على نفسك
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান