মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ১০০
রোযা অধ্যায়
ইফতারের দু‘আ
১০০. মো'আয ইবনে যুহরা তাবেয়ী থেকে বর্ণিত, তাঁর কাছে একথা পৌঁছেছে যে, রাসূলুল্লাহ (ﷺ) যখন ইফতার করতেন, তখন এ দু‘আ পড়তেন:

اللَّهُمَّ لَكَ صُمْتُ ، وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ

অর্থ, হে আল্লাহ! আমি তোমার জন্যই রোযা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়েই ইফতার করেছি। আবূ দাউদ
کتاب الصوم
عَنْ مُعَاذِ بْنِ زُهْرَةَ ، أَنَّهُ بَلَغَهُ " أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَفْطَرَ قَالَ : « اللَّهُمَّ لَكَ صُمْتُ ، وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ »
(رواه ابوداؤد)
tahqiqতাহকীক:তাহকীক চলমান