মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ৯৯
রোযা অধ্যায়
ইফতারের জন্য কোন্ জিনিস উত্তম?
৯৯. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মাগরিবের নামাযের আগে কয়েকটি তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি উপস্থিত সময়ে তাজা খেজুর পাওয়া না যেত, তাহলে শুকনা খেজুর দিয়েই ইফতার করতেন, আর শুকনা খেজুরও পাওয়া না গেলে কয়েক চুমুক পানি পান করে নিতেন। -তিরমিযী, আবূ দাউদ
کتاب الصوم
عَنْ أَنَسٍ قَالَ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُفْطِرُ قَبْلَ أَنْ يُصَلِّيَ عَلَى رُطَبَاتٍ ، فَإِنْ لَمْ تَكُنْ رُطَبَاتٌ فَتُمَيْرَاتٌ ، فَإِنْ لَمْ تَكُنْ تُمَيْرَاتٌ حَسَا حَسَوَاتٍ مِنْ مَاءٍ.
(رواه الترمذى وابوداؤد)
tahqiqতাহকীক:তাহকীক চলমান