মা'আরিফুল হাদীস
রোযা অধ্যায়
হাদীস নং: ৯৮
রোযা অধ্যায়
ইফতারের জন্য কোন্ জিনিস উত্তম?
৯৮. হযরত সালমান ইবনে আমের রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ যখন রোযা রাখে, তখন সে যেন খেজুর দিয়ে ইফতার করে। আর যদি খেজুর না পায়, তাহলে যেন পানি দিয়েই ইফতার করে নেয়। কেননা, পানি হচ্ছে পবিত্রকারী। আহমাদ, আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ, দারেমী
کتاب الصوم
عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « إِذَا كَانَ أَحَدُكُمْ صَائِمًا ، فَلْيُفْطِرْ عَلَى التَّمْرِ ، فَإِنْ لَمْ يَجِدِ التَّمْرَ ، فَعَلَى الْمَاءِ فَإِنَّ الْمَاءَ طَهُورٌ »
(رواه احمد وابوداؤد والترمذى وابن ماجه والدارمى)
(رواه احمد وابوداؤد والترمذى وابن ماجه والدارمى)
হাদীসের ব্যাখ্যা:
আরবের অধিবাসীদের জন্য বিশেষ করে মদীনাবাসীর জন্য খেজুর উত্তম খাদ্য ছিল এবং এমন সহজলভ্য ও সস্তাও ছিল যে, গরীব ও অভাবী লোকেরাও এটা খেত। এ জন্য রাসূলুল্লাহ (ﷺ) এ জিনিস দিয়ে ইফতার করার প্রতি উৎসাহ দিয়েছেন। আর যে ব্যক্তি উপস্থিত ক্ষেত্রে খেজুর না পায়, তাকে পানি দ্বারা ইফতার করতে বলেছেন এবং এ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে, আল্লাহ্ তা'আলা এটাকে পবিত্রকারী জিনিস বানিয়েছেন। এর দ্বারা ইফতার করাতে বহির্ভাগ ও অভ্যন্তরভাগ তথা দেহ ও মনের পবিত্রতার প্রতি শুভ ইঙ্গিতও রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)