মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ৯৭
রোযা অধ্যায়
সাওমে বেছালের নিষিদ্ধতা
৯৭. হযরত আবূ সাঈদ খুদরী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি: তোমরা সাওমে বেছাল পালন করবে না। আর কেউ যদি (মনের উৎসাহে ও আবেগে) বেছাল করতেই চায়, তাহলে সাহরী পর্যন্ত করতে পারে। (অর্থাৎ, সাহরী থেকে সাহরী পর্যন্ত প্রায় চব্বিশ ঘন্টা।) কোন কোন সাহাবী বললেন, আপনি নিজে তো সাওমে বেছাল করেন? তিনি উত্তর দিলেন: আমার অবস্থা তোমাদের মত নয়। আমি এভাবে রাত যাপন করি যে, আমার একজন খাবার দানকারী থাকে, যে আমাকে আহার যোগায় আর একজন পানীয় দানকারী থাকে, যে আমার পানীয় যোগায়। বুখারী
کتاب الصوم
عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ : « لاَ تُوَاصِلُوا ، فَأَيُّكُمْ أَرَادَ أَنْ يُوَاصِلَ ، فَلْيُوَاصِلْ حَتَّى السَّحَرِ » ، قَالُوا : فَإِنَّكَ تُوَاصِلُ يَا رَسُولَ اللَّهِ ، قَالَ : « لَسْتُ كَهَيْئَتِكُمْ إِنِّي أَبِيتُ لِي مُطْعِمٌ يُطْعِمُنِي ، وَسَاقٍ يَسْقِينِىْ »
(رواه البخارى)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসগুলোতে সাওমে বেছালের রাতসমূহে আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে পানাহার করানোর যে কথা বলা হয়েছে, এর কোন স্পষ্ট ব্যাখ্যা ও বিশেষ পদ্ধতি হাদীস দ্বারা জানা যায় না। কেউ কেউ এ থেকে এ বুঝেছেন যে, হুযুর (ﷺ) সাওমে বেছালে- বিশেষ করে রাতের বেলায় আল্লাহ্ তা'আলার যে বিশেষ নৈকট্য ও সান্নিধ্য লাভ করতেন, এর দ্বারা তাঁর আত্মা ও অন্তরে এমন শক্তি ও বল এসে যেত, যা তাঁর পানাহারের স্থলাভিষিক্ত হয়ে যেত। এটাকে আত্মিক খাবারও বলা যায়। আর কেউ কেউ এর মর্ম এ বুঝেছেন যে, সাওমে বেছালের বাতগুলোতে হুযুর (ﷺ)কে আল্লাহর পক্ষ থেকে জান্নাত ও অদৃশ্য জগতের খাদ্য ও পানীয় খাওয়ানো ও পান করানো হত। তবে এ খাওয়া ও পান করা এ জগতে হত না; বরং তখন তিনি অন্য কোন জগতে থাকতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান