মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ৭৭
রোযা অধ্যায়
শবে ক্বদরের বিশেষ দু‘আ
৭৭. হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)এর নিকট আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ! আমাকে বলে দিন, আমি যদি জানতে পারি যে, শবে ক্বদর কোন্ রাত, তাহলে আমি সেই রাতে কি দু‘আ পড়ব? তিনি উত্তর দিলেন: তুমি বল-

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

হে আল্লাহ! তুমি বড়ই ক্ষমাশীল, অতিশয় দয়ালু, আর ক্ষমা তুমি পছন্দ কর। অতএব, আমাকে ক্ষমা করে দাও। -আহমাদ, তিরমিযী, ইবনে মাজাহ
کتاب الصوم
عَنْ عَائِشَةَ ، قَالَتْ : قُلْتُ : يَا رَسُولَ اللهِ أَرَأَيْتَ إِنْ عَلِمْتُ أَيُّ لَيْلَةٍ لَيْلَةُ القَدْرِ مَا أَقُولُ فِيهَا؟ قَالَ : قُولِي : اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ كَرِيْمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي.
(رواه احمد والترمذى وابن ماجة)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসের ভিত্তিতে আল্লাহর অনেক বান্দাদের এ অভ্যাস দেখা যায় যে, তারা প্রতি রাতেই বিশেষভাবে এ দু‘আটি করে থাকেন। আর রমযানের রাতগুলোতে- আর এগুলোর মধ্যে থেকে শেষ দশকের বেজোড় রাতগুলোতে এ দু‘আর ব্যাপারে তারা আরো বেশী যত্নশীল থাকেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান