মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ৭৮
রোযা অধ্যায়
রমযানের শেষ রাত
৭৮. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: রমযানের শেষ রাতে তাঁর উম্মতের ক্ষমার ফায়সালা করা হয়। জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলাল্লাহ! এটা কি শবে ক্বদর? তিনি উত্তর দিলেন, শবে ক্বদর তো নয়, কিন্তু নিয়ম হচ্ছে এই যে, কোন আমলকারীকে তার পূর্ণ প্রতিদান তখনই দেওয়া হয়, যখন সে তার কাজ সমাপ্ত করে নেয়। -মুসনাদে আহমাদ
کتاب الصوم
عَنْ أَبِي هُرَيْرَةَ عَن النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ : يُغْفَرُ لِأُمَّتِهِ فِي آخِرِ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ" قِيلَ : يَا رَسُولَ اللهِ ، أَهِيَ لَيْلَةُ الْقَدْرِ؟ قَالَ : " لَا ، وَلَكِنَّ الْعَامِلَ إِنَّمَا يُوَفَّى أَجْرَهُ إِذَا قَضَى عَمَلَهُ "
(رواه احمد)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস দ্বারা জানা গেল যে, রমযান শরীফের শেষ রাতটিও বিশেষ মাগফেরাত লাভের রাত। তবে এ রাতে মাগফেরাত ও ক্ষমার ফায়সালা ঐসব বান্দাদের জন্যই হবে, যারা রমযানের বাস্তব দাবীসমূহ কোন না কোন পর্যায়ে পূরণ করে এ ক্ষমার অধিকার অর্জন করে নেয়। আল্লাহ্ তা'আলা আমাদের সবাইকে এর তওফীক দান করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান