মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ৭৬
রোযা অধ্যায়
রমযানের শেষ দশক ও শবে ক্বদর
৭৬. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন শবে ক্বদর আসে, তখন জিবরাঈল আলাইহিস্ সালাম ফেরেশতাদের একটি কাফেলা নিয়ে অবতরণ করেন এবং তারা প্রত্যেক ঐ বান্দার জন্য দু‘আ করেন, যারা দাঁড়িয়ে অথবা বসে আল্লাহর ইবাদত ও যিকিরে মশগুল থাকে। বায়হাকী
کتاب الصوم
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِذَا كَانَ لَيْلَةُ الْقَدْرِ نَزَلَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ فِي كَبْكَبَةٍ مِنَ الْمَلَائِكَةِ يُصَلُّونَ عَلَى كُلِّ عَبْدٍ قَائِمٍ أَوْ قَاعِدٍ يَذْكُرُ اللهَ عَزَّ وَجَلَّ.
(رواه البيهقى فى شعب الايمان)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ৭৬ | মুসলিম বাংলা