মা'আরিফুল হাদীস
রোযা অধ্যায়
হাদীস নং: ৭৬
রোযা অধ্যায়
রমযানের শেষ দশক ও শবে ক্বদর
৭৬. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন শবে ক্বদর আসে, তখন জিবরাঈল আলাইহিস্ সালাম ফেরেশতাদের একটি কাফেলা নিয়ে অবতরণ করেন এবং তারা প্রত্যেক ঐ বান্দার জন্য দু‘আ করেন, যারা দাঁড়িয়ে অথবা বসে আল্লাহর ইবাদত ও যিকিরে মশগুল থাকে। বায়হাকী
کتاب الصوم
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِذَا كَانَ لَيْلَةُ الْقَدْرِ نَزَلَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ فِي كَبْكَبَةٍ مِنَ الْمَلَائِكَةِ يُصَلُّونَ عَلَى كُلِّ عَبْدٍ قَائِمٍ أَوْ قَاعِدٍ يَذْكُرُ اللهَ عَزَّ وَجَلَّ.
(رواه البيهقى فى شعب الايمان)
(رواه البيهقى فى شعب الايمان)