মা'আরিফুল হাদীস
রোযা অধ্যায়
হাদীস নং: ৭৫
রোযা অধ্যায়
রমযানের শেষ দশক ও শবে ক্বদর
৭৫. যির ইবনে হুবাইশ তাবেয়ী থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত উবাই ইবনে কা'বকে জিজ্ঞাসা করলাম যে, আপনার দ্বীনি ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ তো বলেন, যে ব্যক্তি সারা বছরের রাতগুলোতে ইবাদত করবে, সে শবে ক্বদর পেয়ে যাবে। (অর্থাৎ, শবে ক্বদর বছরের কোন এক রাতে হয়ে থাকে। তাই এটা পেতে হলে সারা বছরই প্রতি রাতে ইবাদত করতে হবে এবং এভাবেই নিশ্চিত শবে ক্বদর লাভ করা যাবে। তাই এ ব্যাপারে আপনার মতামত ব্যক্ত করুন।) উবাই বললেন, ইবনে মাসউদকে আল্লাহ্ রহম করুন। তার উদ্দেশ্য এ ছিল যে, মানুষ যেন (কেবল এক রাতের ইবাদতের উপর) নির্ভর করে বসে না থাকে। অন্যথায় তিনি একথা ভালভাবেই জানেন যে, শবে ক্বদর রমযানেই হয়ে থাকে এবং এটা শেষ দশকে থাকে, আর এটা সাতাশতম রাতেই নির্ধারিত। তারপর তিনি দৃঢ়প্রত্যয়ের সাথে বললেন যে, এটা সাতাশতম রাতই। যির ইবনে হুবাইশ বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আবুল মুনযির! এটা আপনি কিসের ভিত্তিতে বলছেন? তিনি উত্তর দিলেন, ঐ লক্ষণের ভিত্তিতে, যা রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে বলে দিয়েছেন। আর সেটা হচ্ছে এই যে, শবে ক্বদরের প্রভাতে যখন সূর্য উঠে, তখন তার কিরণ স্বাভাবিক থাকে না। -মুসলিম
کتاب الصوم
عَنْ زِرَّ بْنَ حُبَيْشٍ ، يَقُولُ : سَأَلْتُ أُبَيَّ بْنَ كَعْبٍ رَضِيَ اللهُ عَنْهُ ، فَقُلْتُ : إِنَّ أَخَاكَ ابْنَ مَسْعُودٍ يَقُولُ : مَنْ يَقُمِ الْحَوْلَ يُصِبْ لَيْلَةَ الْقَدْرِ؟ فَقَالَ رَحِمَهُ اللهُ : أَرَادَ أَنْ لَا يَتَّكِلَ النَّاسُ ، أَمَا إِنَّهُ قَدْ عَلِمَ أَنَّهَا فِي رَمَضَانَ ، وَأَنَّهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ ، وَأَنَّهَا لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ ، ثُمَّ حَلَفَ لَا يَسْتَثْنِي ، أَنَّهَا لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ ، فَقُلْتُ : بِأَيِّ شَيْءٍ تَقُولُ ذَلِكَ؟ يَا أَبَا الْمُنْذِرِ ، قَالَ : بِالْعَلَامَةِ ، أَوْ بِالْآيَةِ الَّتِي « أَخْبَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا تَطْلُعُ يَوْمَئِذٍ ، لَا شُعَاعَ لَهَا »
(رواه مسلم)
(رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
হযরত উবাই ইবনে কা'ব রাযি.-এর উত্তর দ্বারা বুঝা গেল যে, তিনি যে নিশ্চিতভাবে এ কথা বলেছেন যে, শবে ক্বদর নির্দিষ্টভাবে সাতাশতম রাতেই হয়, একথা তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেননি; বরং রাসূলুল্লাহ (ﷺ)-এর যে একটি লক্ষণ বলে দিয়েছিলেন, তিনি যেহেতু এ লক্ষণ ও আলামতটি সাধারণতঃ সাতাশতম রাতের সকালেই দেখেছিলেন, এ জন্য প্রত্যয়ের সাথে তিনি এ মত পোষণ করে নিয়েছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) কখনো তো এই বলেছেন যে, রমযানের শেষ দশ দিনে এর অনুসন্ধান কর, কখনো বলেছেন, শেষ দশকের বেজোড় রাতগুলোতে অনুসন্ধান কর, আবার কখনো শেষ দশকের পাঁচটি বেজোড় রাতের চার অথবা তিন রাতের কথা বলেছেন। কোন বিশেষ রাতকে তিনি নির্দিষ্ট করে দেননি। হ্যাঁ, অনেক অন্তর্দৃষ্টিসম্পন্ন মানুষের অভিজ্ঞতা এই যে, এটা প্রায়ই সাতাশতম রাতেই হয়ে থাকে। শবে ক্বদরকে এভাবে অনির্দিষ্ট রাখার মধ্যে হেকমত ও রহস্য এটাই যে, একটিমাত্র রাতের জন্য বসে না থেকে আল্লাহপ্রেমিক বান্দারা যেন বিভিন্ন রাতে ইবাদত, যিকির ও দু‘আয় মশগুল থাকে। যারা এমন করবে, তাদের সাফল্য সুনিশ্চিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)