মা'আরিফুল হাদীস
রোযা অধ্যায়
হাদীস নং: ৭১
রোযা অধ্যায়
রোযা রেখে গুনাহ থেকে সতর্ক থাকা
৭১. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি রোযা রেখে মিথ্যা কথন ও অন্যায় কাজ পরিহার করল না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোন প্রয়োজন নেই। -বুখারী
کتاب الصوم
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالعَمَلَ بِهِ ، فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ »
(رواه البخارى)
(رواه البخارى)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস দ্বারা জানা গেল যে, আল্লাহ তা'আলার কাছে রোযা মকবুল ও গ্রহণযোগ্য হওয়ার জন্য এটা জরুরী যে, মানুষ পানাহার বর্জন ছাড়া গুনাহ ও অশ্লীল কথা ও কাজ থেকেও নিজের মুখ ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের হেফাযত করবে। যদি কোন ব্যক্তি রোযা রাখে আর গুনাহর কথা-বার্তা ও গুনাহর কাজ করতে থাকে, তাহলে আল্লাহ্ তা'আলা তার এ রোযার প্রতি ভ্রুক্ষেপও করবেন না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)