মা'আরিফুল হাদীস
রোযা অধ্যায়
হাদীস নং: ৭২
রোযা অধ্যায়
অন্যান্য মাসের তুলনায় যেমন রমযানের বিশেষ ফযীলত রয়েছে, তেমনিভাবে এর শেষ দশক প্রথম দুই দশক থেকে উত্তম এবং শবে ক্বদর অধিকাংশ সময় এ দশকেই হয়ে থাকে। এ জন্য রাসূলুল্লাহ (ﷺ) এ দশকে ইবাদত-মুজাহাদা আরো বেশী করতেন এবং অন্যদেরকেও এর প্রতি উৎসাহিত করতেন।
৭২. হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) রমযানের শেষ দশকে এমন ইবাদত ও মুজাহাদা করতেন- যা অন্য দিনগুলোতে করতেন না। -মুসলিম
کتاب الصوم
عَنْ عَائِشَةَ ، قَالَتْ : " كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْتَهِدُ فِي الْعَشْرِ ، مَا لَا يَجْتَهِدُ فِي غَيْرِهِ "
(رواه مسلم)
(رواه مسلم)