মা'আরিফুল হাদীস
রোযা অধ্যায়
হাদীস নং: ৭৩
রোযা অধ্যায়
রমযানের শেষ দশক ও শবে ক্বদর
৭৩. হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রমযানের শেষ দশক এসে যেত, তখন রাসূলুল্লাহ (ﷺ) কোমর বেঁধে নিতেন, সারা রাত জাগ্রত থাকতেন এবং নিজের পরিবার-পরিজনকেও জাগিয়ে দিতেন। বুখারী, মুসলিম
کتاب الصوم
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ : « كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ العَشْرُ شَدَّ مِئْزَرَهُ ، وَأَحْيَا لَيْلَهُ ، وَأَيْقَظَ أَهْلَهُ »
(رواه البخارى ومسلم)
(رواه البخارى ومسلم)