মা'আরিফুল হাদীস
রোযা অধ্যায়
হাদীস নং: ৭০
রোযা অধ্যায়
রমযানের একটি রোযা ছেড়ে দেওয়ার ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়
৭০. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি কোন ওযর ও অবকাশ এবং অসুস্থতার কারণ ছাড়া রমযানের একটি রোযা ছেড়ে দিল, সে পরবর্তীতে সারা জীবন রোযা রাখলেও এর ক্ষতিপূরণ হবে না। -মুসনাদে আহমাদ, তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ্, দারেমী
ইমাম বুখারীও হাদীসটি একটি তরজুমাতুল বাবে সনদ ছাড়া উল্লেখ করেছেন।
ইমাম বুখারীও হাদীসটি একটি তরজুমাতুল বাবে সনদ ছাড়া উল্লেখ করেছেন।
کتاب الصوم
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ أَفْطَرَ يَوْمًا مِنْ رَمَضَانَ مِنْ غَيْرِ رُخْصَةٍ وَلاَ مَرَضٍ ، لَمْ يَقْضِ عَنْهُ صَوْمُ الدَّهْرِ كُلِّهِ وَإِنْ صَامَهُ.
(رواه احمد والترمذى وابوداؤد وابن ماجه والدارمى والبخارى فى ترجمة باب)
(رواه احمد والترمذى وابوداؤد وابن ماجه والدارمى والبخارى فى ترجمة باب)
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির দাবী ও মর্ম এই যে, শরী‘আতসম্মত ওযর ও অবকাশ ছাড়া রমযানের একটি রোযা ছেড়ে দিলে রমযানের বিশেষ বরকত ও আল্লাহর খাছ রহমত থেকে মানুষ এতদূর বঞ্চিত হয় যে, সারা জীবন বোযা রাখলেও এর ক্ষতিপূরণ হয় না। একটি রোযার আইনগত কাযা যদিও এক দিনের রোযাই; কিন্তু এর দ্বারা ঐ জিনিসটি আর লাভ হবে না, যা রোযা ছেড়ে দেওয়ার কারণে হাতছাড়া হয়ে গিয়েছে। অতএব, যেসব লোক বেপরোয়া হয়ে রমযানের রোযা ছেড়ে দেয় তারা একটু চিন্তা করে দেখুক যে, নিজেদের কী ক্ষতি তারা করে চলেছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)