মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ৬৯
রোযা অধ্যায়
রোযা ও কুরআন বান্দার জন্য সুপারিশ করবে
৬৯. হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: রোযা এবং কুরআন বান্দার জন্য সুপারিশ করবে। রোযা বলবে, হে আমার প্রতিপালক! আমি এ বান্দাকে দিনের বেলায় পানাহার ও স্ত্রী সম্ভোগ থেকে বিরত রেখেছিলাম। তাই তার বেলায় আমার সুপারিশ গ্রহণ কর। কুরআন বলবে, আমি তাকে রাতের বেলায় নিদ্রা থেকে ফিরিয়ে রেখেছিলাম। অতএব, তুমি তার বেলায় আমার সুপারিশ গ্রহণ কর। তাই উভয়ের সুপারিশ কবুল করা হবে। বায়হাকী
کتاب الصوم
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " الصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَقُولُ الصِّيَامُ : أَيْ رَبِّ ، إِنِّي مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهَوَاتِ بِالنَّهَارِ فَشَفِّعْنِي فِيهِ ، وَيَقُولُ الْقُرْآنُ : مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ فَشَفِّعْنِي فِيهِ فَيُشَفَّعَانِ "
(رواه البيهقى فى شعب الايمان)

হাদীসের ব্যাখ্যা:

কত বড় ভাগ্যবান ঐসব বান্দা, যাদের বেলায় তাদের রোযা এবং কুরআনের সুপারিশ কবুল করা হবে- যে কুরআন তারা তারাবীহ ও নফল নামাযে পাঠ করেছিল অথবা শ্রবণ করেছিল। এটা তাদের জন্য কেমন আনন্দ ও খুশীর সময় হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান