মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ৬২
রোযা অধ্যায়
মাহে রমযানের ফযীলত ও বরকত
৬২. হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন রমযানের প্রথম রাত আসে, তখন শয়তান ও দুষ্ট জিনদেরকে শৃঙ্খলে আবদ্ধ করে নেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং এগুলোর কোন দরজাই খোলা রাখা হয় না। জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয় এবং এগুলোর কোন দরজাই বন্ধ রাখা হয় না। আর আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী এ ঘোষণা দিতে থাকে: হে কল্যাণপ্রত্যাশী! তুমি সামনে অগ্রসর হও। আর হে মন্দের অন্বেষী! থেমে যাও। আর আল্লাহর পক্ষ থেকে অনেক (গুনাহগার) বান্দার জাহান্নাম মুক্তি রয়েছে। (অর্থাৎ, তাদের ক্ষমার ফায়সালা করা হয়।) আর এটা রমযানের প্রতি রাতেই অব্যাহত থাকে। -তিরমিযী, ইবনে মাজাহ্
کتاب الصوم
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِذَا كَانَتْ أَوَّلُ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ ، صُفِّدَتِ الشَّيَاطِينُ ، وَمَرَدَةُ الْجِنِّ ، وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ ، فَلَمْ يُفْتَحْ مِنْهَا بَابٌ ، وَفُتِحَتْ أَبْوَابُ الْجَنَّةِ ، فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ ، وَيُنَادِي مُنَادٍ : يَا بَاغِيَ الخَيْرِ أَقْبِلْ ، وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ ، وَلِلَّهِ عُتَقَاءُ مِنَ النَّارِ ، وَذَلكَ كُلُّ لَيْلَةٍ "
(رواه الترمذى وابن ماجه)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসের প্রথমাংশের বিষয়বস্তু তো তাই, যা এর পূর্বের হাদীসের ছিল। শেষের দিকে অদৃশ্য জগতের ঘোষণাকারীর যে ঘোষণার উল্লেখ রয়েছে, যদিও আমরা এটা আমাদের কান দিয়ে শুনি না এবং শোনা সম্ভবও নয়; কিন্তু এর এ প্রভাব ও প্রকাশ আমরা এ দুনিয়াতেও নিজেদের চোখে প্রত্যক্ষ করি যে, রমযান শরীফে সাধারণভাবে ঈমানদারদের ঝোক ও আকর্ষণ কল্যাণ ও সৌভাগ্য আনয়নকারী আমলের দিকে বেড়ে যায়। এমনকি অনেক অসতর্ক ও লাগামহীন সাধারণ মুসলমানও রমযানে তাদের আচরণ ও কর্মনীতি কিছুটা পরিবর্তন করে নেয়। আমাদের দৃষ্টিতে এটা ঊর্ধ্বজগতের ঐ আহ্বানেরই বহিঃপ্রকাশ ও এরই প্রভাব।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান