মা'আরিফুল হাদীস
রোযা অধ্যায়
হাদীস নং: ৬৩
রোযা অধ্যায়
মাহে রমযানের ফযীলত ও বরকত
৬৩. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কল্যাণ বিতরণে এবং মানুষের উপকার সাধনে সবার চেয়ে অগ্রগামী ছিলেন। আর তাঁর এ বদান্যতার গুণটি রমযানে আরো বৃদ্ধি পেত। হযরত জিবরাঈল (আঃ) রমযানের প্রতি রাতে তাঁর সাথে সাক্ষাত করতেন, আর নবী করীম (ﷺ) তাকে কুরআন শুনাতেন। জিবরাঈল (আঃ) যখন তাঁর সাথে সাক্ষাত করতেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) কল্যাণ বিতরণে মুক্ত বাতাসের চেয়েও বেশী অগ্রগামী হয়ে যেতেন।-বুখারী, মুসলিম
کتاب الصوم
عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : « كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ بِالخَيْرِ ، وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ ، يَلْقَاهُ كُلَّ لَيْلَةٍ فِي رَمَضَانَ ، يَعْرِضُ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ القُرْآنَ ، فَإِذَا لَقِيَهُ جِبْرِيلُ كَانَ أَجْوَدَ بِالخَيْرِ مِنَ الرِّيحِ المُرْسَلَةِ »
(رواه البخارى ومسلم)
(رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
রমযানের মাসটি যেন রাসূলুল্লাহ (ﷺ)এর স্বভাব-প্রকৃতির জন্য বসন্ত ও আনন্দের এবং কল্যাণ বিতরণ গুণে উন্নতির মাস ছিল। আর এতে এ জিনিসটিরও দখল ছিল যে, এ মাসের প্রতি রাতে আল্লাহর বিশেষ বার্তাবাহক হযরত জিবরাঈল (আঃ) আগমন করতেন এবং হুযুর (ﷺ) তাকে কুরআন মজীদ তিলাওয়াত করে শুনাতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)