মা'আরিফুল হাদীস
যাকাত অধ্যায়
হাদীস নং: ৩৫
যাকাত অধ্যায়
দান-খয়রাতের প্রতি উৎসাহদান ও এর বরকত
৩৫. হযরত আবূ উমামা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: হে আদম-সন্তান! আল্লাহর দেওয়া সম্পদ, যা প্রয়োজনের অতিরিক্ত, এটা আল্লাহর পথে খরচ করে ফেলা তোমার জন্য উত্তম, আর এটা ধরে রাখা তোমার জন্য অমঙ্গলকর। হ্যাঁ, জীবন ধারণের প্রয়োজন পরিমাণ রেখে দেওয়াতে কোন নিন্দা নেই। আর খরচের বেলায় নিজের পোষ্যদের থেকে শুরু কর। -মুসলিম
کتاب الزکوٰۃ
عَنْ أَبِىْ أُمَامَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنْ تَبْذُلِ الْخَيْرَ خَيْرٌ لَكَ ، وَإِنْ تُمْسِكْهُ شَرٌّ لَكَ. وَلَا تُلَامُ عَلَى الْكَفَافِ ، وَابْدَأْ بِمَنْ تَعُولُ.
(رواه مسلم)
(رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির মর্মবাণী এই যে, মানুষের জন্য উত্তম এটাই যে, যে সম্পদ সে উপার্জন করবে অথবা অন্য কোন মাধ্যমে তার কাছে আসবে, সেখান থেকে সে নিজের প্রয়োজন পরিমাণ তো নিজের কাছে রেখে দিবে, বাকী সম্পদ আল্লাহর পথে তাঁর বান্দাদের সাহায্যার্থে খরচ করে দেবে। আর এক্ষেত্রে নিজের পোষ্য ও অভাবী আত্মীয়-স্বজনদেরকে অগ্রাধিকার দিতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)