মা'আরিফুল হাদীস

যাকাত অধ্যায়

হাদীস নং: ৩৬
যাকাত অধ্যায়
আল্লাহর পথে যা খরচ করে দেওয়া হয়, সেটাই কাজে আসবে
৩৬. হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, লোকেরা একটি ছাগল যবেহ করল (এবং এর গোশত আল্লাহর ওয়াস্তে বন্টন করে দেওয়া হল।) এর মধ্যে রাসূলুল্লাহ (ﷺ) এসে জিজ্ঞাসা করলেন: ছাগলের কি অবশিষ্ট রয়েছে? আয়েশা (রাঃ) উত্তর দিলেন, কেবল একটি রান রয়েছে, (বাকী সব শেষ।) তিনি বললেন: এ রানটি ছাড়া যা বন্টন করে দেওয়া হয়েছে, সেটাই আসলে অবশিষ্ট রয়েছে। (অর্থাৎ, আখেরাতে এর প্রতিদান পাওয়া যাবে।) -তিরমিযী
کتاب الزکوٰۃ
عَنْ عَائِشَةَ ، أَنَّهُمْ ذَبَحُوا شَاةً ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَا بَقِيَ مِنْهَا؟ قَالَتْ : مَا بَقِيَ مِنْهَا إِلاَّ كَتِفُهَا قَالَ : بَقِيَ كُلُّهَا غَيْرَ كَتِفِهَا.
(رواه الترمذى)
tahqiqতাহকীক:তাহকীক চলমান