মা'আরিফুল হাদীস

যাকাত অধ্যায়

হাদীস নং: ৩৪
যাকাত অধ্যায়
দান-খয়রাতের প্রতি উৎসাহদান ও এর বরকত
৩৪. হযরত আসমা বিনতে আবু বকর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেছিলেন: তুমি আল্লাহর উপর ভরসা রেখে তাঁর পথে মুক্তহস্তে খরচ করে যাও, হিসাব করতে যেয়ো না। (অর্থাৎ, এ চিন্তায় পড়ো না যে, আমার কাছে কত আছে, আর এখান থেকে আল্লাহর পথে কতটুকু খরচ করব।) তুমি যদি এভাবে হিসাব করে আল্লাহর পথে ব্যয় কর, তাহলে আল্লাহও তোমাকে হিসাব করেই দেবেন। সম্পদ আঁকড়ে ধরে ও আবদ্ধ করে রাখবে না। এমন করলে আল্লাহও তোমার সাথে এমন আচরণই করবেন। (অর্থাৎ, রহমত ও বরকতের দরজা তোমার উপর বন্ধ করে দেবেন।) যতদূর সম্ভব, মুক্তহস্ত হওয়ার চেষ্টা কর। বুখারী, মুসলিম
کتاب الزکوٰۃ
عَنْ أَسْمَاءَ قَالَتْ : قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « أَنْفِقِي ، وَلاَ تُحْصِي ، فَيُحْصِيَ اللَّهُ عَلَيْكِ ، وَلاَ تُوعِي ، فَيُوعِيَ اللَّهُ عَلَيْكِ ارْضَخِي مَاسْتَطَعْتِ »
(رواه البخارى ومسلم)
tahqiqতাহকীক:তাহকীক চলমান