মা'আরিফুল হাদীস
যাকাত অধ্যায়
হাদীস নং: ৩৩
যাকাত অধ্যায়
দান-খয়রাতের প্রতি উৎসাহদান ও এর বরকত
৩৩. হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মহান আল্লাহ বলেনঃ হে আদম সন্তান! তুমি (আমার অভাবী বান্দাদের উপর) নিজের উপার্জন থেকে খরচ কর, আমি আপন ভান্ডার থেকে তোমাকে দিতে থাকব। -বুখারী, মুসলিম
کتاب الزکوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : قَالَ اللَّهُ تَعَالَى : أَنْفِقْ يَا ابْنَ آدَمَ أُنْفِقْ عَلَيْكَ "
(رواه البخارى ومسلم)
(رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
এটা যেন আল্লাহর পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি ও জিম্মাদারী যে, কোন বান্দা যদি আল্লাহর অভাবী বান্দাদের প্রয়োজন পূরণে অর্থ ব্যয় করে যায়, তাহলে সে আল্লাহর গায়েবী ভান্ডার থেকে পেতেই থাকবে। আল্লাহ্ তা'আলা তাঁর যেসব বান্দাকে ইয়াকীনের সম্পদ দান করেছেন, আমরা দেখেছি যে, তাদের রীতি এটাই। আর তাদের সাথে তাদের মহান পরওয়ারদিগারের আচরণও এটাই। আল্লাহ্ তা'আলা আমাদেরকেও এ ইয়াকীন ও বিশ্বাসের কিছু অংশ দান করুন।
জ্ঞাতব্য: যে হাদীসে রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহ্ তা'আলার বরাত দিয়ে কোন কথা বলেন এবং এটা কুরআনের আয়াত না হয়, সেই হাদীসকে 'হাদীসে কুদসী' বলা হয়। সদ্য উল্লেখিত হাদীসটিও এই প্রকারের।
জ্ঞাতব্য: যে হাদীসে রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহ্ তা'আলার বরাত দিয়ে কোন কথা বলেন এবং এটা কুরআনের আয়াত না হয়, সেই হাদীসকে 'হাদীসে কুদসী' বলা হয়। সদ্য উল্লেখিত হাদীসটিও এই প্রকারের।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)