মা'আরিফুল হাদীস

যাকাত অধ্যায়

হাদীস নং: ৩২
যাকাত অধ্যায়
আমীর-গরীব প্রতিটি মুসলমানের জন্য সদাকা অপরিহার্য
৩২. হযরত আবূ মূসা আশআরী রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: প্রতিটি মুসলমানের উপর সদাকা জরুরী। লোকেরা বলল, কারো কাছে যদি সদাকা করার মত কিছু না থাকে, তাহলে সে কি করবে? তিনি উত্তরে বললেন: পরিশ্রম করে নিজের হাতে উপার্জন করবে এবং তা দিয়ে নিজেও উপকৃত হবে এবং সদাকাও করবে। লোকেরা জিজ্ঞাসা করল, এটাও যদি করতে না পারে, তাহলে কি করবে? তিনি উত্তর দিলেন: কোন বিপদগ্রস্ত ও অভাবী মানুষের কোন কাজ করে দিয়ে তার সাহায্য করবে। (এটাও এক ধরনের সদাকা।) তারা আবার প্রশ্ন করল, সে যদি এটাও করতে না পারে, তাহলে কি করবে? তিনি বললেন: তাহলে নিজের মুখ দিয়েই মানুষকে ভাল কাজের কথা বলবে। তারা আবার জিজ্ঞাসা করল, সে যদি এটাও করতে না পারে? তিনি উত্তর দিলেন: (কমপক্ষে) নিজেকে মন্দ থেকে ফিরিয়ে রাখবে। (অর্থাৎ, সে এ ব্যাপারে চেষ্টা করবে যে, তার দ্বারা যেন কারো কষ্ট না হয়।) কেননা, তার জন্য এটাও এক ধরনের সদাকা। -বুখারী, মুসলিম
کتاب الزکوٰۃ
عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ » قَالُوا : فَإِنْ لَمْ يَجِدْ؟ قَالَ : « فَلْيَعْمَلُ بِيَدَيْهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ » قَالُوا : فَإِنْ لَمْ يَسْتَطِعْ؟ قَالَ : « فَيُعِينُ ذَا الحَاجَةِ المَلْهُوفَ » قَالُوا : فَإِنْ لَمْ يَفْعَلْهُ؟ قَالَ : « فَيَأْمُرُ بِالخَيْرِ » قَالُوا : فَإِنْ لَمْ يَفْعَلْ؟ قَالَ : « فَيُمْسِكُ عَنِ الشَّرِّ فَإِنَّهُ لَهُ صَدَقَةٌ »
(رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা গেল যে, অর্থবিত্ত না থাকার কারণে যাদের উপর যাকাত ফরয হয় না, তাদেরকেও সদাকা করতে হবে। যদি টাকা-পয়সা থেকে হাত একেবারে শূন্য থাকে, তাহলে কষ্ট ও পরিশ্রম করে এবং নিজের পেট কেটে হলেও সদাকার সৌভাগ্য অর্জন করা চাই। যদি নিজের বিশেষ অবস্থার কারণে কেউ এরূপ করতেও অক্ষম হয়, তাহলে কোন দুস্থ মানুষের সেবাই করে দিবে। আর যদি হাত-পা দিয়ে কোন কাজ করতে না পারে, তাহলে মুখ দিয়েই তার উপকার ও খেদমত করবে।

হাদীসটির প্রাণবন্ত ও এর মর্মবাণী এটাই যে, প্রতিটি মুসলমান- চাই সে বিত্তবান হোক অথবা গরীব, শক্তি সামর্থ্যের অধিকারী হোক অথবা দুর্বল- তার জন্য উচিত, সে যেন অর্থ দিয়ে, নৈতিক সাহায্য সমর্থন দিয়ে, মুখের কথা দিয়ে- এক কথায় যেভাবে সম্ভব এবং যতদূর সম্ভব- আল্লাহর অভাবী ও বিপদগ্রস্ত বান্দাদের সাহায্যে এগিয়ে আসে এবং এতে পিছপা না হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান