মা'আরিফুল হাদীস

যাকাত অধ্যায়

হাদীস নং: ২২
যাকাত অধ্যায়
কোন্ পরিস্থিতিতে সওয়াল করা বৈধ আর কোন্ অবস্থায় নিষেধ
২২. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সম্পদ বৃদ্ধির জন্য মানুষের কাছে সাহায্য প্রার্থনা করে সে আসলে নিজের জন্য জাহান্নামের অঙ্গার প্রার্থনা করে। (অর্থাৎ, সে এভাবে ভিক্ষা করে যা লাভ করবে, আখেরাতে সেটা তার জন্য জাহান্নামের অঙ্গার হয়ে যাবে।) এখন সে চাইলে এটা কম করুক অথবা বেশী করে করুক। -মুসলিম
کتاب الزکوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ « مَنْ سَأَلَ النَّاسَ أَمْوَالَهُمْ تَكَثُّرًا ، فَإِنَّمَا يَسْأَلُ جَمْرًا فَلْيَسْتَقِلَّ أَوْ لِيَسْتَكْثِرْ »
(رواه مسلم)
tahqiqতাহকীক:তাহকীক চলমান