মা'আরিফুল হাদীস
যাকাত অধ্যায়
হাদীস নং: ৭
যাকাত অধ্যায়
ব্যবসার মালের উপর যাকাত
৭. হযরত সামুরা ইবনে জুন্দুব রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নির্দেশ দিতেন যে, আমরা যেন ঐ মালের যাকাত আদায় করে দেই, যা বিক্রির জন্য আমরা প্রস্তুত করে রাখি। -আবূ দাউদ
کتاب الزکوٰۃ
عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ"يَأْمُرُنَا أَنْ نُخْرِجَ الصَّدَقَةَ مِنَ الَّذِي نُعِدُّ لِلْبَيْعِ".
(رواه ابوداؤد)
(رواه ابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা গেল যে, মানুষ যে মালেরই ব্যবসা করবে, এর উপর যাকাত ওয়াজিব হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)