মা'আরিফুল হাদীস

যাকাত অধ্যায়

হাদীস নং:
যাকাত অধ্যায়
কমপক্ষে কতটুকু সম্পদ হলে যাকাত ফরয হয়
৬. হযরত আলী রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমি ঘোড়া ও ক্রীতদাসের যাকাত মাফ করে দিলাম। অতএব, তোমরা রূপার যাকাত আদায় কর প্রতি চল্লিশ দেরহাম থেকে এক দেরহাম। আর ১৯৯ পর্যন্ত কোন যাকাত নেই। তবে যখন ২০০ পূর্ণ হয়ে যায়, তখন এতে পাঁচ দেরহাম ওয়াজিব হবে। -তিরমিযী, আবূ দাউদ
کتاب الزکوٰۃ
عَنْ عَلِيٍّ قَالَ : ‏‏‏‏ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ‏‏‏‏ "قَدْ عَفَوْتُ عَنِ الْخَيْلِ وَالرَّقِيقِ فَهَاتُوا صَدَقَةَ الرِّقَةِ مِنْ كُلِّ أَرْبَعِينَ دِرْهَمًا دِرْهَمٌ ، ‏‏‏‏‏‏وَلَيْسَ فِي تِسْعِينَ وَمِائَةٍ شَيْءٌ ، ‏‏‏‏‏‏فَإِذَا بَلَغَتْ مِائَتَيْنِ فَفِيهَا خَمْسَةُ دَرَاهِمَ".
(رواه الترمذى وابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

ঘোড়া ও গোলাম যদি কারো কাছে ব্যবসার জন্য থাকে, তাহলে হযরত সামুরা ইবনে জুন্দুব রাযি.-এর সামনের হাদীস অনুযায়ী এগুলোর উপরও যাকাত ওয়াজিব হবে। তবে যদি ব্যবসার জন্য না হয়; বরং বাহন ও খেদমতের জন্য হয়, তাহলে এগুলোর মূল্য যাই হোক না কেন, এতে যাকাত ওয়াজিব হবে না। হযরত আলী রাযি.-এর এ হাদীসে গোলাম ও ঘোড়ার উপর যাকাত ওয়াজিব না হওয়ার যে কথা বলা হয়েছে, এর সম্পর্ক এ অবস্থার সাথেই। সামনে রূপা সম্পর্কে বলা হয়েছে যে, যে পর্যন্ত কারো কাছে পূর্ণ দু'শ দেরহাম পরিমাণ রূপা না হবে, সে পর্যন্ত এর উপর যাকাত ওয়াজিব হবে না। আর দু'শ দেরহাম পরিমাণ হয়ে গেলে ৪০ ভাগের এক ভাগ হিসাবে পাঁচ দেরহাম আদায় করতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান