মা'আরিফুল হাদীস
যাকাত অধ্যায়
হাদীস নং: ৮
যাকাত অধ্যায়
বছর অতিক্রান্ত হলে যাকাত ওয়াজিব হবে
৮. হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তির কোন মাল হস্তগত হল, বর্ষপূর্তি না হওয়া পর্যন্ত এর উপর যাকাত ওয়াজিব হবে না। -তিরমিযী
کتاب الزکوٰۃ
عَنْ ابْنِ عُمَرَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنِ اسْتَفَادَ مَالًا فَلَا زَكَاةَ فِيهِ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ.
(رواه الترمذى)
(رواه الترمذى)