মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ৩৪৭
সলাত অধ্যায়
কবর যিয়ারত
৩৪৭. হযরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন: আমি তোমাদেরকে কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন তোমরা কবর যিয়ারত করতে পার। কেননা তা দুনিয়ার প্রতি নির্মোহ করে এবং আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। (ইবন মাজাহ)
کتاب الصلوٰۃ
عَنِ عَبْدِاللهِ ابْنِ مَسْعُودٍ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : « كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ ، فَزُورُوهَا؛ فَإِنَّهَا تُزَهِّدُ فِي الدُّنْيَا ، وَتُذَكِّرُ الْآخِرَةَ » (رواه ابن ماجة)
tahqiqতাহকীক:তাহকীক চলমান