মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ৩৪৮
সলাত অধ্যায়
কবর যিয়ারত
৩৪৮. হযরত বুরায়দা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন: যখন লোকেরা কবর যিয়ারতের উদ্দেশ্যে বের হত তখন রাসূলুল্লাহ ﷺ তাদেরকে এই দু'আ-

السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنْ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لَاحِقُونَ نَسْأَلُ اللهَ لَنَا وَلَكُمْ الْعَافِيَةَ

কবরবাসী! তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আমরাও ইনশা আল্লাহ্ তোমাদের সাথে মিলিত হবো। আমরা আমাদের ও তোমাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি" পাঠ করেন। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ بُرَيْدَةَ قَالَ : " كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُهُمْ إِذَا خَرَجُوا إِلَى الْمَقَابِرِ السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ ، وَإِنَّا ، إِنْ شَاءَ اللهُ بِكُمْ لَلَاحِقُونَ ، نَسْأَلُ اللهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ " (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

উল্লিখিত হাদীসে কবরবাসীদের উপর সালাম ও দু'আর যে বর্ণনা রয়েছে তা দ্বারা একদিকে যেমন মৃতকে সালাম ও দু'আ করা যায় এবং অন্যদিকে তেমনি নিজের মৃত্যুর কথাও স্মরণ করা যায়। উল্লেখ্য, কারো কবর যিয়ারতে গেলে এ দু'টি উদ্দেশ্যই থাকা বাঞ্ছনীয়। সাহাবায়ে কিরাম ও তাবিঈদের তরীকা এ রূপই ছিল। আল্লাহ্ তা'আলা আমাদেরকে তাঁদের তরীকার উপর অটল রাখুন এবং এ অবস্থায়ই আমাদের দুনিয়া থেকে উঠিয়ে নিন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান