মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ২৫৩
সলাত অধ্যায়
ঈদের সালাত ও খুতবা
২৫৩. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: নবী কারীম ﷺ ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিনে ঈদগাহে গিয়ে সর্বপ্রথম যে কাজ করতেন তা হলো সালাত। আর সালাত শেষ করে তিনি লোকদের দিকে মুখ করে দাঁড়াতেন এবং তারা তাদের কাতারে বসে থাকত। তিনি তাদের উপদেশ দিতেন, ওয়াসীয়াত করতেন এবং নির্দেশ দান করতেন। যদি তিনি কোন সেনাদল পাঠাবার ইচ্ছা করতেন, তাহলে (নামায ও খুতবার পর) তাও প্রেরণ করতেন অথবা যদি কোন বিষয়ে নির্দেশ জারী করার ইচ্ছা করতেন, তবে তা জারী করতেন। এরপর তিনি ফিরে যেতেন। (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ ، قَالَ : « كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ يَوْمَ الفِطْرِ وَالأَضْحَى إِلَى المُصَلَّى ، فَأَوَّلُ شَيْءٍ يَبْدَأُ بِهِ الصَّلاَةُ ، ثُمَّ يَنْصَرِفُ ، فَيَقُومُ مُقَابِلَ النَّاسِ ، وَالنَّاسُ جُلُوسٌ عَلَى صُفُوفِهِمْ فَيَعِظُهُمْ ، وَيُوصِيهِمْ ، وَيَأْمُرُهُمْ ، وَإِنْ كَانَ يُرِيدُ أَنْ يَقْطَعَ بَعْثًا قَطَعَهُ ، أَوْ يَأْمُرَ بِشَيْءٍ أَمَرَ بِهِ ، ثُمَّ يَنْصَرِفُ » (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীস সূত্রে জানা যায় যে, দুই ঈদের সালাতের জন্য মদীনার মসজিদ এলাকা ছেড়ে রাসূলুল্লাহ ﷺ যে ঈদগাহ নির্বাচন করেছিলেন সেখানে তিনি সালাত আদায় করতেন এবং এ ছিল তাঁর সাধারণ আমাল। তবে মাঠের চারিপাশ প্রাচীর ঘেরা ছিলনা বরং তা ছিল উন্মুক্ত মাঠ। ঐতিহাসিকগণ লেখেন, এ ঈদগাহ মসজিদে নববী থেকে মাত্র এক হাজার কদম দূরে অবস্থিত ছিল। একবার তিনি বৃষ্টিজনিত কারণে মসজিদে ঈদের সালাত আদায় করেছিলেন। পরবর্তীতে এ বিষয়ে একটি হাদীসের বর্ণনা আসবে।
হযরত আবু সাঈদ খুদরী (রা) বর্ণিত এই হাদীস থেকে জানা যায় যে, ঈদের দিন ঈদের সালাত ও খুতবা দান শেষে আল্লাহর তাওহীদের বাণীর আওয়ায বুলন্দ করার লক্ষ্যে সেনাদলকে যুদ্ধাভিযানে প্রেরণ করা হতো এবং ঈদগাহ থেকে তাদের বিদায় অভ্যর্থনা জানানো হতো।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান