মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ২৫৪
সলাত অধ্যায়
বিনা আযান ও ইকামাতে দুই ঈদের সালাত আদায় করা সুন্নাত
২৫৪. হযরত জাবির ইবনে সামুরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: আমি রাসূলুল্লাহ ﷺ-এর সাথে একাধিকবার দুই ঈদের সালাত আযান-ইকামাত ছাড়াই আদায় করেছি। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ ، قَالَ : « صَلَّيْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِيدَيْنِ ، غَيْرَ مَرَّةٍ وَلَا مَرَّتَيْنِ ، بِغَيْرِ أَذَانٍ وَلَا إِقَامَةٍ » (رواه مسلم)