মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ২৪১
সলাত অধ্যায়
জুমু'আর সালাত আদায়ের গুরুত্ব এবং তা আদায়ের নিয়ম
২৪১. উবায়দ ইবনে সাব্বাক (র.) তাবিঈ সূত্রে মুরসালরূপে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ এক জুমু'আর খুতবায় বলেছেন: হে মুসলমানগণ! মহান আল্লাহ্ জুমু'আর দিনকে ঈদ স্বরূপ করেছেন। সুতরাং তোমরা এদিন গোসল করবে এবং যার নিকট সুগন্ধি আছে সে তা দেহে মাখলে তার কোন ক্ষতি হবে না এবং তোমরা অবশ্যই মিসওয়াক করবে। (মালিক ও ইবনে মাজাহ ইবনে আব্বাস (রা.) সূত্রে হাদীসটি অবিচ্ছিন্ন সনদে বর্ণনা করছেন।)
کتاب الصلوٰۃ
عَنْ عُبَيْدِ ابْنِ السَّبَّاقِ مُرْسَلًٍا قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : فِي جُمُعَةٍ مِنَ الْجَمْعِ : « يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ ، إِنَّ هَذَا يَوْمٌ جَعَلَهُ اللَّهُ عِيدًا لِلْمُسْلِمِينَ ، فَاغْتَسِلُوا ، وَمَنْ كَانَ عِنْدَهُ طِيبٌ فَلَا يَضُرُّهُ أَنْ يَمَسَّ مِنْهُ ، وَعَلَيْكُمْ بِالسِّوَاكِ » (رواه مالك ورواه ابن ماجه وهو عن ابن عباس متصلا)