মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ২৪০
সলাত অধ্যায়
জুমু'আর সালাত আদায়ের গুরুত্ব এবং তা আদায়ের নিয়ম
২৪০. হযরত আবূ সাঈদ ও হযরত আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তাঁরা বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যে ব্যক্তি জুমু'আর দিন গোসল করে এবং আপন উত্তম পোশাক পরিধান করে জুমু'আর সালাত আদায়ের উদ্দেশ্যে (মসজিদে) যায় এবং মানুষের ঘাড়ের উপর লাফ দিয়ে চলে না এবং তার পক্ষে যথা সম্ভব সুন্নাত ও নফল সালাত আদায় করে। তারপর যখন ইমাম (খুতবা দানের জন) বের হন, তখন নীরব থাকে যতক্ষণ না আপন সালাত থেকে অবসর হয়, তার এ জুমু'আ ও পূর্ব জুমু'আর মধ্যকার গুনাহ রাশির কাফফারা হয়ে যায়। (আবূ দাউদ)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، وَأَبِي هُرَيْرَةَ ، قَالَا : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ « مَنْ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ وَلَبِسَ مِنْ أَحْسَنِ ثِيَابِهِ ، وَمَسَّ مِنْ طِيبٍ إِنْ كَانَ عِنْدَهُ ، ثُمَّ أَتَى الْجُمُعَةَ فَلَمْ يَتَخَطَّ أَعْنَاقَ النَّاسِ ، ثُمَّ صَلَّى مَا كَتَبَ اللَّهُ لَهُ ، ثُمَّ أَنْصَتَ إِذَا خَرَجَ إِمَامُهُ حَتَّى يَفْرُغَ مِنْ صَلَاتِهِ كَانَتْ كَفَّارَةً لِمَا بَيْنَهَا وَبَيْنَ الْجُمُعَةِ الَّتِي قَبْلَهَا » (رواه ابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
শরী'আতে জুমু'আর গোসলের যে মর্যাদা এবং যে বিশেষ উদ্দেশ্য রয়েছে এবং তা সুন্নাত কি মুস্তাহাব সে বিষয় ইতপূর্বে এই অনুচ্ছেদের প্রথম দিকে সবিস্তার আলোচনা করা হয়েছে। পূর্বোল্লিখিত দু'টি হাদীসের জুমু'আর সালাতের জন্য গোসলের সাথে সাথে আরো কতিপয় কাজের উল্লেখ রয়েছে। ১.যথাসাধ্য পবিত্রতা অর্জন, ২. উত্তম পোশাক পরিধান, ৩. সুগন্ধি ব্যবহার, ৪. মানুষের কষ্ট হতে পারে কিংবা পারস্পরিক তিক্তভাব জন্ম হতে পারে এমন কাজের বিষয় সতর্কতা অবলম্বন করা, যেমন পূর্বে বসা দুই ব্যক্তির মধ্যে ফাঁক সৃষ্টি করে বসা অথবা লোকদের ঘাড় ডিঙ্গিয়ে সামনে যাওয়া, ৫. যথাসাধ্য নফল সালাত আদায় করা, ৬. খুতবার সময় একান্ত মনোনিবেশ সহকারে খুতবা শুনা, ৭. জুমু'আর সালাত আদায় করা। যে ব্যক্তি এভাবে জুমু'আর সালাত বিশেষ গুরুতত্বের সাথে আদায় করবে, পূর্বোক্ত দুই হাদীসে তা তার বিগত সপ্তাহের গুনাহ ক্ষমার মাধ্যম বলে ঘোষণা করা হয়েছে। অত্যন্ত গভীরভাবে ভাবতে হবে যে, এসব কাজ যদি বিশুদ্ধভাবে গুরূত্ব নিয়ে সম্পাদন করা হয় তাহলে আমলকারীর অন্তরে কীরূপ রেখাপাত করবে এবং তার জীবনে সালাতের কী প্রভাব পড়বে এবং তার সাথে আল্লাহর রহমত ও মাগফিরাতের কী গভীর সম্পর্ক স্থাপিত হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)