মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ২৪২
সলাত অধ্যায়
জুমু'আর দনি ক্ষৌরকর্ম করা এবং নখকাটা
২৪২. হযরত আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত যে, নবী কারীম ﷺ জুমু'আর দিন মসজিদে যাওয়ার পূর্বে তাঁর নখ এবং গোঁফ কেটে নিতেন।' (মুসনাদে বাযযার ও তাবারানীর মু'জামুল আওসাত গ্রন্থ)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ النَّبِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ « يُقَلِّمُ أَظْفَارَهُ ، ويَقُصُّ شَارِبَهُ ، يَوْمَ الْجُمُعَةِ ، قَبْلَ أَنْ يَخْرُجَ إِلَى الصَّلَاةِ » (رواه البزار والطبرانى فى الاوسط)
tahqiqতাহকীক:তাহকীক চলমান