মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ২৩১
সলাত অধ্যায়
নফলের এক বিশেষ উপকারিতা
'সালাতুত্ তাসবীহ্' পর্যন্ত আলোচনা করে সফল সালাতের বর্ণনা সমাপ্ত করা হয়েছে। এই সমাপনীর পরিশিষ্ট পর্যায়ে নিম্নোক্ত হাদীসখানা পাঠ করে নেয়া যাক।
'সালাতুত্ তাসবীহ্' পর্যন্ত আলোচনা করে সফল সালাতের বর্ণনা সমাপ্ত করা হয়েছে। এই সমাপনীর পরিশিষ্ট পর্যায়ে নিম্নোক্ত হাদীসখানা পাঠ করে নেয়া যাক।
২৩১. হযরত হুরাইস ইবনে কাবীসা (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মদীনায় আগমণ করলাম এবং বললাম "হে আল্লাহ্! আমাকে একজন সৎ সহযোগী দান কর" বর্ণনাকারী বলেন, আমি হযরত আবু হুরায়রা (রা.)-এর নিকট অবস্থান করলাম। আমি তাঁকে বললাম, আমি আল্লাহর কাছে একজন উত্তম সৎসহযোগী চাইলাম এখন আমি আপনার খিদমতে হাযির হয়েছি। অতএব আপনি রাসূলুল্লাহ ﷺ থেকে শুনেছেন, এমন একটি হাদীস আমাকে বলুন। আশা করি আল্লাহ্ আমাকে এর মাধ্যমে কল্যাণ দান করবেন। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ ﷺ কে বলতে শুনেছিঃ কিয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেয়া হবে। যদি ঠিকমত সালাত আদায় করা হয়ে যাকে তবে সে মুক্তি পাবে এবং সফলকাম হবে। যদি সালাত নষ্ট হয়ে থাকে, তবে মহান দয়াময় আল্লাহ্ বলবেন: দেখ, বান্দার কোন নফল সালাত আছে কি-না, থাকলে তা দিয়ে ফরযের এ ঘটিতি পূরণ করা হবে। তার সমস্ত কাজের বিচার এভাবে করা হবে। (তিরমিযী ও নাসায়ী)
کتاب الصلوٰۃ
عَنْ حُرَيْثِ بْنِ قَبِيصَةَ ، قَالَ : قَدِمْتُ الْمَدِينَةَ ، فَقُلْتُ : اللَّهُمَّ يَسِّرْ لِي جَلِيسًا صَالِحًا ، قَالَ فَجَلَسْتُ إِلَى أَبِي هُرَيْرَةَ ، فَقُلْتُ : إِنِّي سَأَلْتُ اللَّهَ أَنْ يَرْزُقَنِي جَلِيسًا صَالِحًا ، فَحَدِّثْنِي بِحَدِيثٍ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعَلَّ اللَّهَ أَنْ يَنْفَعَنِي بِهِ ، فَقَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ العَبْدُ يَوْمَ القِيَامَةِ مِنْ عَمَلِهِ صَلاَتُهُ ، فَإِنْ صَلُحَتْ فَقَدْ أَفْلَحَ وَأَنْجَحَ ، وَإِنْ فَسَدَتْ فَقَدْ خَابَ وَخَسِرَ ، فَإِنْ انْتَقَصَ مِنْ فَرِيضَتِهِ شَيْئًا ، قَالَ الرَّبُّ تَعَالَى : انْظُرُوا هَلْ لِعَبْدِي مِنْ تَطَوُّعٍ لِيَكْمُلَ بِهِ مَا انْتَقَصَ مِنَ الفَرِيضَةِ ، ثُمَّ يَكُونُ سَائِرُ اَعْمَالِهِ عَلَى ذَلِكَ. (رواه الترمذى والنسائى)
হাদীসের ব্যাখ্যা:
সুন্নাত ও নফল সালাত আদায়ের উপকারিতা ও গুরুত্ব অনুধাবনের ক্ষেত্রে এই একটি হাদীসই যথেষ্ট বিবেচিত হতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)