মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ২২৫
সলাত অধ্যায়
চাশত অথবা ইশরাকের সালাত
২২৫. হযরত আবূ সাঈদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ চাশতের সালাত আদায় করতেন যাতে আমরা বলাবলি করতাম যে, তিনি তো আর কখনো ছেড়ে দিবেন না। আবার কখনো তা ছেড়ে দিতেন যাতে আমরা বলাবলি করতাম যে, তিনি তা আর কখনো আদায় করবেন না। (তিরমিযী)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي سَعِيدٍ قَالَ : " كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الضُّحَى حَتَّى نَقُولَ : لَا يَدَعُهَا ، وَيَدَعُهَا حَتَّى نَقُولَ : لَا يُصَلِّيهَا " (رواه والترمذى)

হাদীসের ব্যাখ্যা:

হযরত আয়েশা (রা) একস্থানে রাসূলুল্লাহ ﷺ-এর চাশতের সালাত আদায় না করার কারণ উল্লেখ করে বলেছেন: রাসূলুল্লাহ ﷺ কখনো কখনো তাঁর প্রিয় আমলসমূহ বর্জন করতেন, কারণ তাঁর আশংকা ছিল যে, তাঁর ধারাবাহিকতা দেখে পাছে মুসলমানরাও বাধ্যতামূলকভাবে তা অনুসরণ করে এবং তা ফরয না হয়ে পড়ে।"
মোদ্দাকথা, ইশরাক ও চাশতের সালাত কখনো কখনো তিনি বিশেষ কারণে ছেড়ে দিতেন এবং এরূপ উদ্দেশ্যে বর্জনকারীকে বর্জনকালীন সময়ের আমলের সাওয়াবও দেওয়া হয়। বলাবাহুল্য, এই বিবেচনার বিষয় ছিল রাসূলুল্লাহ ﷺ এর বৈশিষ্ট্য অপর কারো জন্য এ অবস্থান নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান