মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ২২৪
সলাত অধ্যায়
চাশত অথবা ইশরাকের সালাত
২২৪. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার প্রিয় বন্ধু তিনটি বিষয়ে আমাকে সবিশেষ ওয়াসীয়াত করেছেন। তা হল, প্রতি মাসে তিনদিন সিয়াম পালন করা, চাশতের দুই রাক'আত সালাত আদায় করা এবং নিদ্রা যাবার পূর্বে যেন আমি বিতরের সালাত আদায় করি। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : أَوْصَانِي خَلِيلِي بِثَلَاثٍ : « بِصِيَامِ ثَلَاثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ ، وَرَكْعَتَيِ الضُّحَى ، وَأَنْ أُوتِرَ قَبْلَ أَنْ أَرْقُدَ » . (رواه مسلم)