মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ২২৩
সলাত অধ্যায়
চাশত অথবা ইশরাকের সালাত
২২৩. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যে ব্যক্তি গুরুত্বের সাথে চাশতের দুই রাক'আত সালাত আদায় করবে, তার পাপরাশি ক্ষমা করা হবে যদিও তা সমুদ্রের ফেনা রাশির সমান হয়। (আহমাদ, তিরমিযী ও ইবনে মাজাহ)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ حَافَظَ عَلَى شُفْعَةِ الضُّحَى ، غُفِرَتْ لَهُ ذُنُوبُهُ ، وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ " (رواه احمد والترمذى وابن ماجه)
হাদীসের ব্যাখ্যা:
সৎকাজের পাপ মোচনের বিষয়ে ইতোপূর্বে যা বর্ণনা করা হয়েছে তা এ স্থানেও স্মরণ রাখা চাই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)