মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ২২২
সলাত অধ্যায়
চাশত অথবা ইশরাকের সালাত
২২২. হযরত উম্মু হানী (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, মক্কা বিজয়ের দিন নবী কারীম ﷺ তাঁর ঘরে যান এবং গোসল করেন। তারপর আট রাক'আত সালাত আদায় করেন। তিনি (উম্মু হানী) বলেন: আমি তাঁকে কখনো এরূপ সংক্ষিপ্ত সালাত আদায় করতে দেখিনি। তবে তিনি রুকু-সিজদা পুরোপুরি আদায় করেছিলেন। অন্য বর্ণনায় আছে, হযরত উম্মু হানী (রা) বলেন: এটি ছিল চাশতের সময়। (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ أُمِّ هَانِئٍ قَالَتْ : « إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ بَيْتَهَا يَوْمَ فَتْحِ مَكَّةَ ، فَاغْتَسَلَ وَصَلَّى ثَمَانِيَ رَكَعَاتٍ ، فَلَمْ أَرَ صَلاَةً قَطُّ أَخَفَّ مِنْهَا ، غَيْرَ أَنَّهُ يُتِمُّ الرُّكُوعَ وَالسُّجُودَ وَفِىْ رِوَايَةٍ اُخْرَى وَذَالِكَ ضُحًى » (رواه البخارى ومسلم)
tahqiqতাহকীক:তাহকীক চলমান