মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ২২১
সলাত অধ্যায়
চাশত অথবা ইশরাকের সালাত
২২১. হযরত মু'আযা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমি হযরত আয়েশা (রা.)-এর কাছে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ ﷺ চাশতের সালাত কত রাক'আত আদায় করেন। তিনি বললেন: চার আক'আত, তবে কখনো আল্লাহ্ চাইলে বেশিও আদায় করতেন। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ مُعَاذَةَ ، أَنَّهَا سَأَلَتْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا ، كَمْ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي صَلَاةَ الضُّحَى؟ قَالَتْ : « أَرْبَعَ رَكَعَاتٍ وَيَزِيدُ مَا شَاءَ » . (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
হযরত আয়েশা (রা.) বর্ণিত এই হাদীস থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ ﷺ বেশির ভাগ সময় চাশতের সালাত চার রাক'আতই আদায় করতেন। তবে কখনো কখনো বেশিও আদায় করতেন। (আয়েশা (রা.) নিজে আট রাক'আত আদায়ে অভ্যস্ত ছিলেন। তিনি এ সালাত আদায় করতে এত ভালবাসতেন যে, তিনি বলেন: "আমার পিতামাতাকে যদি পুনঃ দুনিয়ায় প্রেরণ করা হয় (সেই আনন্দের মধ্যে থেকেও) আমি এই দুই রাক'আত সালাত বর্জন করব না।"
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)