মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ২১৮
সলাত অধ্যায়
রাসূলুল্লাহ ﷺ তাহাজ্জুদ সালাতের বিস্তারিত বিশ্লেষণ
২১৮. হযরত আবু কাতাদা (রা) থেকে বর্ণিত যে, এক রাতে রাসূলুল্লাহ ﷺ নিজ ঘর হতে বের হন এবং আবূ বাকর (রা) কে নিচুস্বরে সালাতে কিরা'আত পাঠ করতে দেখেন। হযরত উমর (রা) এর নিকট দিয়ে যাবার সময় তাঁকে উচুঃস্বরে সালাতে কিরা'আত পাঠ করতে শুনেন। তারপর তাঁরা উভয়ে নবী কারীম ﷺ এর খিদমতে এল, তিনি আবূ বাকর (রা) কে আমি তোমার কাছ দিয়ে যাবার সময় তোমাকে নিচুস্বর সালাতে কিরা'আত পাঠ করতে দেখেছি। তিনি (আবূ বাকর) বললেনঃ হে আল্লাহর রাসূল! আমি যার কাছে আরযি পেশ করছিলাম, তিনি (আল্লাহ্) তা শুনেছেন। এরপর উমর (রা) বললেনঃ হে আল্লাহর রাসূল! আমি উচুঃস্বরে কিরা'আত পাঠ করে অলস নিদ্রিতদের এবং শয়তান তাড়াবার ইচ্ছা করেছিলাম। এর পর নবী কারীম ﷺ বললেনঃ হে আবূ বাকর! তোমার স্বর কিছুটা উচু করবে আর উমরকে বললেন তোমার স্বর খানিকটা নিচু করবে। (আবূ দাউদ)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي قَتَادَةَ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ لَيْلَةً ، فَإِذَا هُوَ بِأَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يُصَلِّي يَخْفِضُ مِنْ صَوْتِهِ ، قَالَ : وَمَرَّ بِعُمَرَ بْنِ الْخَطَّابِ ، وَهُوَ يُصَلِّي رَافِعًا صَوْتَهُ ، قَالَ : فَلَمَّا اجْتَمَعَا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : « يَا أَبَا بَكْرٍ ، مَرَرْتُ بِكَ وَأَنْتَ تُصَلِّي تَخْفِضُ صَوْتَكَ » ، قَالَ : قَدْ أَسْمَعْتُ مَنْ نَاجَيْتُ يَا رَسُولَ اللَّهِ ، قَالَ : وَقَالَ لِعُمَرَ : « مَرَرْتُ بِكَ ، وَأَنْتَ تُصَلِّي رَافِعًا صَوْتَكَ » ، قَالَ : فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، أُوقِظُ الْوَسْنَانَ ، وَأَطْرُدُ الشَّيْطَانَ - زَادَ الْحَسَنُ فِي حَدِيثِهِ : - فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « يَا أَبَا بَكْرٍ ارْفَعْ مِنْ صَوْتِكَ شَيْئًا » ، وَقَالَ لِعُمَرَ : « اخْفِضْ مِنْ صَوْتِكَ شَيْئًا » . (رواه ابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

তাহাজ্জুদ সালাতে কিরা'আত একেবারে যেমন নিচুস্বরে পাঠ করা উচিত নয় তেমনি উচুঃস্বরে পাঠ করাও সমীচীন নয় বরং মধ্যম পন্থা অবলম্বন করা উচিত। এ হাদীসের মর্ম এটাই। কিন্তু কোন সময় নিচু স্বরে কিরা'আত পাঠ করা যদি অধিক সমীচীন বোধ হয়, তবে নিচুস্বরে কিরা'আত পাঠ করাই শ্রেয়। পক্ষান্তরে কখনো উচুঃস্বরে কিরা'আত পাঠ করা যদি অধিক সমীচীন বোধ হয়, তবে উচুঃস্বরে কিরা'আত পাঠ করাই শ্রেয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান