মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ২১৭
সলাত অধ্যায়
রাসূলুল্লাহ ﷺ তাহাজ্জুদ সালাতের বিস্তারিত বিশ্লেষণ
২১৭. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: নবী কারীম ﷺ-এর রাতের সালাতের কিরা'আত কখনো উচু স্বরে হত আবার কখনো নিচুস্বরে হত। (আবু দাউদ)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : « كَانَتْ قِرَاءَةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ يَرْفَعُ طَوْرًا ، وَيَخْفِضُ طَوْرًا » (رواه ابوداؤد)