মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ২০৯
সলাত অধ্যায়
তাহাজ্জুদ সালাতের কাযা ও তার প্রতি বিধান
২০৯. হযরত উমর (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যে ব্যক্তি নিজের নির্ধারিত ওয়াযীফা বা এর কোন অংশ না পড়েই ঘুমিয়ে পড়ে, তারপর তা ফজর ও যুহরের মাঝখানে পড়ে, তার জন্য এমন সাওয়াব লেখা হয় যেন সে রাতেই তা আদায় করেছে। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ عُمَرَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « مَنْ نَامَ عَنْ حِزْبِهِ ، أَوْ عَنْ شَيْءٍ مِنْهُ ، فَقَرَأَهُ فِيمَا بَيْنَ صَلَاةِ الْفَجْرِ ، وَصَلَاةِ الظُّهْرِ ، كُتِبَ لَهُ كَأَنَّمَا قَرَأَهُ مِنَ اللَّيْلِ » (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
কোন ব্যক্তি যদি রাতের জন্য কোন প্রকার ওয়াযীফা নিজে নির্ধারিত করে নেয় উদাহরণ স্বরূপ, আমি রাতে এত রাকাআত সালাত আদায় করব এবং তাতে কুরআন মাজীদে এত অংশ পাঠ করব, কিন্তু কোন রাতে সে ঘুমিয়ে রাত কাটিয়ে দেয় সে ব্যক্তি যদি ঐ দিন যুহরের পূর্বে তা পাঠ করে নেয়, তবে রাতে আদায় করার সমপরিমাণ সাওয়াব লাভ করবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)