মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ২০৮
সলাত অধ্যায়
কিয়ামুল লায়ল বা তাহাজ্জুদ সালাতের ফযীলত ও গুরুত্ব
২০৮. হযরত আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: আল্লাহ্ সেই ব্যক্তির প্রতি সদয় হন যে রাতে ঘুম থেকে জেগে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে এবং তার স্ত্রীকেও জাগায়। তার পর সে (স্ত্রী) সালাত আদায় করে। আর যদি স্ত্রী উঠতে অস্বীকার করে তাহলে তার চেহারায় পানি ছিটিয়ে দেয়। আল্লাহ্ সেই মহিলার প্রতিও সদয় হোন যে রাতে ঘুম থেকে উঠে, তাহাজ্জুদের সালাত আদায় করে এবং নিজের স্বামীকেও জাগায়। তারপর সে (স্বামী) সালাত আদায় করে। আর যদি স্বামী উঠতে অস্বীকার করে, তাহলে তার চেহারায় পানি ছিটিয়ে দেয়া (আবূ দাউদ ও নাসাঈ)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « رَحِمَ اللَّهُ رَجُلًا قَامَ مِنَ اللَّيْلِ فَصَلَّى ، وَأَيْقَظَ امْرَأَتَهُ فَصَلَّتْ ، فَإِنْ أَبَتْ نَضَحَ فِي وَجْهِهَا الْمَاءَ ، رَحِمَ اللَّهُ امْرَأَةً قَامَتْ مِنَ اللَّيْلِ فَصَلَّتْ ، وَأَيْقَظَتْ زَوْجَهَا ، فَإِنْ أَبَى نَضَحَتْ فِي وَجْهِهِ الْمَاءَ » (رواه ابوداؤد والترمذى)

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীস বুঝার জন্য একথা স্মরণ রাখা উচিত যে, রাসূলুল্লাহ ﷺ তাঁর এই বাণী যে সব সাহাবীর সামনে পেশ করেন তাঁরা তাঁর মুখে তাহাজ্জুদের কথা শুনে এবং নবী কারীম ﷺ এর বাস্তব অবস্থা প্রত্যক্ষ করে এ সালাতে বান্দার কী কী উপকারিতা এবং এ থেকে বঞ্চিত হওয়ার ফলে কত বড় ক্ষতি হয়, এ ব্যাপারে দৃঢ়ভাবে আস্থাশীল ছিলেন। মর্যাদার পার্থক্য সত্ত্বেও পুরুষ ও মহিলা সাহাবীদের এ অবস্থা সাধারণভাবে পরিলক্ষিত হতো। তাই তাঁরা এ সম্পদ অর্জনের লক্ষ্যে সাধ্যমত আগ্রহী ছিলেন। তবুও কখনো কখনো এরূপ হয়ে যেত যে, কোন রাতে স্বামীর ঘুম ভাঙ্গত আর স্ত্রী নিদ্রায় বিভোর থাকত অথবা স্ত্রীর ঘুম ভাঙ্গত আর স্বামী নিদ্রায় বিভোর থাকত, তখন জাগ্রত ব্যক্তি ঘুমন্তকে উঠাতে চাইতো কিন্তু ঘুমের তীব্রতা ও অলসতা বশত যদি সে উঠতে না চাইত, তবে প্রীতির বন্ধনের উপর নির্ভর করে চেহারায় পানি ছিটিয়ে দিত এবং ঘুম ভাঙ্গত। বলাবাহুল্য একাজ বিরক্তি ও বিস্বাদের সৃষ্টি না করে বরং পারস্পরিক ভালবাসার বন্ধনে উন্নতি সাধিত হয়। উল্লেখ্য এই হাদীসের সম্পর্ক সেরূপ অবস্থার সাথেই সম্পৃক্ত। নবী কারীম ﷺ এর অনুপ্রেরণা ও উৎসাহ দান কেবল ঐ সব স্বামী স্ত্রীর জন্য যারা এ সম্মান পাবার যোগ্য এবং তাহাজ্জুদের সালাত আদায়ের ব্যাপারে আগ্রহী।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান