মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ২১০
সলাত অধ্যায়
তাহাজ্জুদ সালাতের কাযা ও তার প্রতি বিধান
২১০. হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত যে, রোগব্যাধি কিংবা অন্য কোন কারণে যদি রাসূলুল্লাহ ﷺ তাহাজ্জুদের সালাত আদায় করতে না পারতেন তবে তিনি দিনের বেলায় বার রাক'আত সালাত আদায় করে নিতেন। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ عَائِشَةَ ، أَنَّ النَّبِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ « كَانَ إِذَا فَاتَتْهُ الصَّلَاةُ مِنَ اللَّيْلِ مِنْ وَجَعٍ ، أَوْ غَيْرِهِ ، صَلَّى مِنَ النَّهَارِ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً » (رواه مسلم)
tahqiqতাহকীক:তাহকীক চলমান