মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ১৬৮
সলাত অধ্যায়
দুরূদের পর এবং সালাতের পূর্বে পঠিতব্য দু'আ
১৬৮. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত যে, নবী কারীম ﷺ যেমন তাদেরকে কুরআনের সূরা শিক্ষা দিতেন, ঠিক তেমনি এ দু'আও শিক্ষা দিতেন। তিনি বলতেন: তোমরা বল- اللَّهُمَّ إِنِّي أَعُوذُبِكَ مِنْ عَذَابٍ جَهَنَّمَ…..وَالْمَمَاةِ
হে আল্লাহ্! আমি তোমার নিকট পানাই চাই জাহান্নামের আযাব থেকে, আমি তোমার নিকট পানাহ চাই কবরের আযাব থেকে, আমি তোমার নিকট পানাহ চাই মাসীহ দাজ্জালের ফিতনা থেকে এবং আমি তোমার নিকট পানাহ চাই মরণের ফিতনা থেকে" (মুসলিম)
হে আল্লাহ্! আমি তোমার নিকট পানাই চাই জাহান্নামের আযাব থেকে, আমি তোমার নিকট পানাহ চাই কবরের আযাব থেকে, আমি তোমার নিকট পানাহ চাই মাসীহ দাজ্জালের ফিতনা থেকে এবং আমি তোমার নিকট পানাহ চাই মরণের ফিতনা থেকে" (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعَلِّمُهُمْ هَذَا الدُّعَاءَ كَمَا يُعَلِّمُهُمُ السُّورَةَ مِنَ الْقُرْآنِ يَقُولُ قُولُوا : « اللهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ »
(رواه مسلم)
(رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসে বর্ণিত দু'আটি দুনিয়া ও আখিরাতের যাবতীয় বিপদাপদ এবং সর্ববিধ অনভিপ্রেত অবস্থা থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে একটি ব্যাপক দু'আ। এতে প্রথমে জাহান্নাম ও কবরের শাস্তি থেকে মুক্তি লাভের দু'আ বিধৃত হয়েছে, যার শাস্তি অত্যন্ত ভয়াবহ এবং যা মানুষের জন্য সবচেয়ে আধিক হতভাগ্য হওয়ার প্রমাণ। তার পর দুনিয়ার সবচেয়ে বড় ফিতনাবাজ দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাওয়া হয়েছে, যার প্রভাব থেকে ঈমান নিরাপদ রাখা বড়ই কঠিন ব্যাপার। এর পর জীবন মরণের সর্ববিধ ফিতনা পরীক্ষা, ছোট বড় বালা মুসীবাত এবং ভ্রষ্টতা থেকে পানাহ চাওয়া হয়েছে।
হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রা) বর্ণিত এই হাদীসে উল্লেখ নেই যে, রাসূলুল্লাহ ﷺ কোন সময় দু'আ পাঠ করার জন্য উৎসাহিত করেছেন। কিন্তু আবু হুরায়রা (রা) বর্ণিত পূর্বোল্লিখিত হাদীস থেকে জানা যায় যে, এ দু'আ পাঠের উপযুক্ত সময় হল শেষ বৈঠকে তাশাহহুদ পাঠের পর এবং সালামের পূর্বে। এ দু'আ সম্পর্কে সহীহ বুখারী ও সহীহ্ মুসলিমে হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ ﷺ স্বয়ং সালাতে এ দু'আ পাঠ করতেন। বরং নিম্নোক্ত শব্দগুচ্ছ বাড়িয়ে বলতেনঃ اللَّهُمَّ إِنِّي أَعُوذُبِكَ مِنَ الْمَاْثَمِ مِنَ الْمَغْرَمِ হে আল্লাহ্! আমি তোমার নিকট পানাই চাই, পাপাচার ও ঋণ থেকে।" সালামের পূর্বে এই দু'আ সালাতে বাড়িয়ে পাঠ করা উত্তম।
হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রা) বর্ণিত এই হাদীসে উল্লেখ নেই যে, রাসূলুল্লাহ ﷺ কোন সময় দু'আ পাঠ করার জন্য উৎসাহিত করেছেন। কিন্তু আবু হুরায়রা (রা) বর্ণিত পূর্বোল্লিখিত হাদীস থেকে জানা যায় যে, এ দু'আ পাঠের উপযুক্ত সময় হল শেষ বৈঠকে তাশাহহুদ পাঠের পর এবং সালামের পূর্বে। এ দু'আ সম্পর্কে সহীহ বুখারী ও সহীহ্ মুসলিমে হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ ﷺ স্বয়ং সালাতে এ দু'আ পাঠ করতেন। বরং নিম্নোক্ত শব্দগুচ্ছ বাড়িয়ে বলতেনঃ اللَّهُمَّ إِنِّي أَعُوذُبِكَ مِنَ الْمَاْثَمِ مِنَ الْمَغْرَمِ হে আল্লাহ্! আমি তোমার নিকট পানাই চাই, পাপাচার ও ঋণ থেকে।" সালামের পূর্বে এই দু'আ সালাতে বাড়িয়ে পাঠ করা উত্তম।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)