মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১৬৭
সলাত অধ্যায়
দুরূদের পর এবং সালাতের পূর্বে পঠিতব্য দু'আ

ইতোপূর্বে মুস্তাদরাকে হাকিমের রবাতে হযরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা) এর বাণী বিধৃত হয়েছে। তা হল, মুসল্লী তাশাহ্হুদ ও দুরূদ শরীফ পাঠ করার পর যেন দু'আ করে। হযরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা) বর্ণিত অপর এক হাদীস থেকে জানা যায় যে, শেষ বৈঠকে তাশাহহুদের পর সালামের পূর্বে দু'আ করার হুকুম সম্ভবতঃ ঐ সময়েও কার্যকর ছিল যখন তাশাহহুদের পর দুরূদ শরীফ পাঠের নির্দেশ জারী হয়নি।
সহীহ বুখারী, সহীহ মুসলিম এ অপরাপর হাদীস গ্রন্থে বর্ণিত হযরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা) এর এক বর্ণনায় তাশাহ্হুদ শিক্ষা দান সম্বলিত হাদীসের শেষাংশে রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত আছে যে, ثُمَّ ... فَيَدْعُوابه "মুসল্লী যখন তাশাহ্হুদ পাঠ করে তখন তার কাছে যে দু'আ উত্তম বলে মনে হয় তা যেন সে নির্বাচন করে নেয় এবং আল্লাহর কাছে দু'আ করে।" একই কথা সম্বলিত হাদীস হয়রত আবূ হুরায়রা (রা) সূত্রেও জানা যায়। মোটকথা সালামের পূর্বে দু'আ করার বিষয় সম্বলিত হাদীস নবী কারীম ﷺ থেকে শিক্ষা ও আমল উভয় ক্ষেত্রে প্রামাণ্যরূপে বর্ণিত, তিনি অন্যান্য আছে বিশেষ দু'আও শিক্ষা দিতেছেন। এ পর্যায় কেবল তিনটি হাদীস বর্ণিত হচ্ছে।
১৬৭. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: তোমাদের কেউ যেখন শেষ বৈঠকে তাশাহহুদ পাঠ শেষ করে, তখন সে যেন আল্লাহর নিকট চারটি বস্তু থেকে আশ্রয় প্রার্থনা করে। তা হল, জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন মরণের ফিতনা থেকে এবং মাসীহ দাজ্জালের অনিষ্ট থেকে। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِىْ هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِذَا فَرَغَ أَحَدُكُمْ مِنَ التَّشَهُّدِ الْآخِرِ ، فَلْيَتَعَوَّذْ بِاللهِ مِنْ أَرْبَعٍ : مِنْ عَذَابِ جَهَنَّمَ ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ ، وَمِنْ شَرِّ الْمَسِيحِ الدَّجَّالِ ".(رواه مسلم)
tahqiqতাহকীক:তাহকীক চলমান