মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ১০০
সলাত অধ্যায়
ইমাম কর্তৃক মুক্তাদীর প্রতি লক্ষ্য রাখা
১০০. হযরত আবু কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: আমি অনেক সময় দীর্ঘ সালাত আদায়ের ইচ্ছা নিয়ে দাঁড়াই, কিন্তু পরে শিশুর কান্না শুনে সালাত সংক্ষেপ করি। কারণ শিশু কাঁদলে মায়ের মন যে অত্যন্ত বিচলিত হয়ে পড়ে তা আমি জানি। (বুখারী)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِىْ قَتَادَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « إِنِّي لَأَدْخُلُ فِي الصَّلاَةِ ، فَأُرِيدُ إِطَالَتَهَا ، فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ ، فَأَتَجَوَّزُ مِمَّا أَعْلَمُ مِنْ شِدَّةِ وَجْدِ أُمِّهِ مِنْ بُكَائِهِ » (رواه البخارى)
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ ﷺ এর এ বাণীর মর্ম হচ্ছে সালাত আদায়ের সময় শিশুর কান্নার শব্দ তাঁর কানে পৌঁছলে তিনি এই খেয়ালে সালাত সংক্ষেপ করতেন যাতে জামা'আতে শরীক মহিলারা কষ্টে নিঃপতিত না হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)