মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ৯৯
সলাত অধ্যায়
ইমাম কর্তৃক মুক্তাদীর প্রতি লক্ষ্য রাখা
৯৯. হযরত কায়স ইবনে আবু হাযিম (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে আবূ মাসউদ (রা) জানিয়েছেন যে, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! আল্লাহর শপথ! আমি অমুকের কারণে ফজরের সালাতে অনুপস্থিত থাকি (এবং বাধ্য হয়ে একাকী সালাত আদায় করি) তিনি জামা'আতে সালাতকে খুব দীর্ঘ করেন। আবূ মাসউদ (রা) বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ কে ভাষণ দিতে যেয়ে সে দিনের ন্যায় এত বেশী ক্রুদ্ধ হতে আর কখনো দেখি নি। তিনি বললেন: তোমাদের মাঝে (ভুল পদ্ধতির কারণে আল্লাহর বান্দাদের) ঘৃণা উদ্রেককারী রয়েছে। তোমাদের মধ্যকার যে ব্যক্তি লোকদের ইমামতি করে, সে যেন সালাত সংক্ষেপ করে (অতিরিক্ত দীর্ঘ না করে)। কেননা তাদের মাঝে দুর্বল, বৃদ্ধ ও হাজতমান্দ লোকও থাকে। (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ ، عَنْ أَبِي مَسْعُودٍ ، قَالَ : أَخْبَرَنِي أَبُو مَسْعُودٍ ، أَنَّ رَجُلًا ، قَالَ : وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَأَتَأَخَّرُ عَنْ صَلاَةِ الغَدَاةِ مِنْ أَجْلِ فُلاَنٍ مِمَّا يُطِيلُ بِنَا ، فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَوْعِظَةٍ أَشَدَّ غَضَبًا مِنْهُ يَوْمَئِذٍ ، ثُمَّ قَالَ : « إِنَّ مِنْكُمْ مُنَفِّرِينَ ، فَأَيُّكُمْ مَا صَلَّى بِالنَّاسِ فَلْيَتَجَوَّزْ ، فَإِنَّ فِيهِمُ الضَّعِيفَ وَالكَبِيرَ وَذَا الحَاجَةِ » (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
হাদীসে দীর্ঘ সালাত আদায় করার যে অভিযোগ তা মূলত হযরত উবাই ইবনে কা'ব (রা) সম্পর্কেই করা হয়েছে।
উপরে বর্ণিত ঘটনার ন্যায় একাধিক ঘটনা বুখারী ও মুসলিম শরীফে স্থান পেয়েছে। হযরত মু'আয (রা) সূত্রে বর্ণিত, তিনি সাধারণত ইশার সালাত দীর্ঘ করে আদায় করতেন। একদিন তিনি যথারীতি বিলম্বে সালাত শুরু করেন এবং তাতে সূরা বাকারা পাঠ শুরু করেন। সাহাবীদের মধ্যে একজন (সারাদিনের ক্লান্তির কারণে) নিয়্যাত ছেড়ে দিয়ে একাকী সালাত আদায় করেন, তারপর বাড়ী চলে যান। এ সংবাদ রাসূলুল্লাহ ﷺ এর নিকট পৌঁছে। তিনি মু'আয (রা) কে ধমক দিয়ে বললেনঃ "হে মু'আয! তুমি লোকদের ফিতনার কারণ হতে চাও এবং তাদেরকে ফিতনার শিকারে পরিণত করতে চাও? এ হাদীসের শেষাংশে আছে তিনি তাকে বললেনঃ "তুমি সূরা আশ্ শাম্স, আল-লায়ল, আদ্-দুহা এবং সূরা আ'লা পাঠ করবে।"
উপরে বর্ণিত ঘটনার ন্যায় একাধিক ঘটনা বুখারী ও মুসলিম শরীফে স্থান পেয়েছে। হযরত মু'আয (রা) সূত্রে বর্ণিত, তিনি সাধারণত ইশার সালাত দীর্ঘ করে আদায় করতেন। একদিন তিনি যথারীতি বিলম্বে সালাত শুরু করেন এবং তাতে সূরা বাকারা পাঠ শুরু করেন। সাহাবীদের মধ্যে একজন (সারাদিনের ক্লান্তির কারণে) নিয়্যাত ছেড়ে দিয়ে একাকী সালাত আদায় করেন, তারপর বাড়ী চলে যান। এ সংবাদ রাসূলুল্লাহ ﷺ এর নিকট পৌঁছে। তিনি মু'আয (রা) কে ধমক দিয়ে বললেনঃ "হে মু'আয! তুমি লোকদের ফিতনার কারণ হতে চাও এবং তাদেরকে ফিতনার শিকারে পরিণত করতে চাও? এ হাদীসের শেষাংশে আছে তিনি তাকে বললেনঃ "তুমি সূরা আশ্ শাম্স, আল-লায়ল, আদ্-দুহা এবং সূরা আ'লা পাঠ করবে।"
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)